• রবিবার, ১১ মে ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

ঢালারচর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৯৩ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

শরিফুল ইসলাম,পাবনা থেকেঃ ঢালারচর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা বিশিষ্ট ভবন উদ্বোধন ও স্থানীয় লোকজন সহ জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি।

শনিবার বিকেলে ঢালার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ সরদার এর পরিচালনায় বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঢালারচর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কোরবান আলী সরদার, মাসুমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক নেতা শহীদ, আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খান, যুগ্মসাধারণ সম্পাদক এজাজ আহমেদ সোহাগ।

সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, বেড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন টুটুল, রূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল ইসলাম বকুল, যুবলীগ নেতা এসএম নাসিম জামান, কাশিনাথপুর বণিক সমিতির সভাপতি শাহ আলম মোল্লাসহ, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢালারচর ইউনিয়নের স্থানীয় কয়েকশো নারী পুরুষ।

এ সময় আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সেই সাথে তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা কে বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...