• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবেনা -ড. মঈন খান

সংবাদদাতা / ১৩৪ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

মোঃ বনি আমিন, কেরানীগঞ্জ থেকেঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন  নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কখনো নির্বাচনে যাবে না। বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের পাতানো একটি কমিশন। কারণ  আওয়ামী লীগের নির্দেশ  ছাড়া আর কোন কিছু করার ক্ষমতা তাদের নেই। আওয়ামী লীগ সরকার এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে কানাডায় বেগম পাড়া করে দেশের উন্নয়ন করা যায় না।

আওয়ামী লীগকে আর দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না। আমরা জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে এ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে আবার ফিরিয়ে  আনবো ইনশাআল্লাহ। তিনি আজ  শনিবার দুপুরে কেরানীগঞ্জের জিনজিরায় বিএনপি’র পার্টি অফিসের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ১০ দফার দাবিতে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, বিএনপি’র নির্বাহী  সদস্য  আলহাজ্ব নাজিম উদ্দিন, কেরানীগঞ্জ মডেল থানা  বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, নবাবগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার  আবুল কালাম, সাভার বিএনপি’র সাধারণ সম্পাদক  গোলাম মোস্তফা ও ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল কবীর পল প্রমূখ।

এই অবস্থান কর্মসূচি দুপুর ২ টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে। কর্মসূচিতে ঢাকা জেলার ৭ টি থানার শত শত বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করে।   এদিকে বিএনপি’র অবস্থান কর্মসূচি কে পন্ড করার জন্য  অনুষ্ঠাস্থলে পুলিশ ঘনঘন মহড়া দিতে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...