• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল

সংবাদদাতা / ১২২ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

বিডিসি ক্রাইম বার্তা ডেস্কঃ- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। একটাই দাবি, সরকারকে পদত্যাগ করতে হবে। সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। তারপর নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। বিএনপির সাংসদরা রেডি আছেন। নির্দেশ পেলেই তারা পদত্যাগ করবেন। শনিবার (২৯ অক্টোবর) রংপুর কালেক্টরেন ঈদগাহ মাঠে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরো বলেন, ‘শেখ হাসিনার জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাসের ধোয়া তোলা এখন ভোতা অস্ত্র হয়ে গেছে। বিশ্ববাসী তাদের কোনো রিপোর্ট আর বিশ্বাস করে না। তাদের এসব রিপোর্ট ভুয়া।’

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্ব গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। বক্তব্য রাখেন গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন, সদস্য সচিব ও যুগ্ম মহাসচিব হারুন- অর- রশিদ এমপি, সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, কৃষক দলের মহাসচিব শহিদুল ইসলাম (বাবুল), ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনোকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মাদ জুয়েল, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন- নবি ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

শেখ হাসিনার অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সোজা কথা, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এটা আমাদের সাফ কথা। আমাদের দলের সংসদ সদস্যরাও যেকোনো সময় সংসদ থেকে পদত্যাগ করবেন। এ সরকারকে পদত্যাগ করতেই হবে। সংসদ বিলুপ্ত করতেই হবে। নতুন একটা নির্বাচন কমিশন গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।’

দেশের জনগণ অধিকার বঞ্চিত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য। এই হাসিনার বাংলাদেশ দেখার জন্য নয়। আমরা মুক্তিযুদ্ধ করেছি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। মানুষের অধিকার রক্ষার জন্য। আমরা মুক্তিযুদ্ধ করেছি ভোট দিয়ে আমাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার অধিকার পাবার জন্য। কিন্তু আমরা আজ ওই অধিকার থেকে বঞ্চিত। এখন আগের রাতেই ভোট হয়ে যায়। আমরা আর এমন নির্বাচন হতে দেবো না।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...