• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের নামের তালিকায় ময়মনসিংহের ওসি সফিকুল ইসলাম ভাড়া বাড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা যুবদল নেতা হত্যা মামলায় পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী কারাগারে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: সম্ভাব্যতা যাচাইয়ে হচ্ছে কমিটি, আন্দোলন স্থগিত গাজায় ইসরায়েলি হামলায় আরো অর্ধশত ফিলিস্তিনি নিহত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে

তানোরে হাসান মেম্বারের হাতে প্রহৃত যুবক হাসপাতালে

তানোর প্রতিনিধিঃ / ১০৪ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

তানোর প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) আবুল হাসানের বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত ৬ এপ্রিল বৃহস্প্রতিবার ইউপির লালপুর বাজারে এই ঘটনা ঘটেছে। আহত যুবকের নাম শাহীন। তিনি তানোর পৌরসভার  ঠাকুরপুকুর মহল্লার টিটু মন্ডলের পুত্র। এ ঘটনায় শাহীনের মা সাবিনা বেগম বাদি হয়ে হাসান মেম্বারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, সম্প্রতি হাসান মেম্বারের নেতৃত্বে সম্পত্তি নিযে বিরোধের জের ধরে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে শাহীনকে ৮ শতক জমি দেয়া হয়। কিন্তু পরিমাপ করে জমি কম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,গত বৃহস্প্রতিবার সন্ধ্যায় লালপুর বাজারে শাহীনের সঙ্গে হাসান মেম্বারের দেখা হলে শাহীন বলেন, মেম্বার সাহেব বিচারে কি ভাবে জমি দিলেন জমি তো ৮ শতক হচ্ছে না। এ সময় মেম্বার হাসান বলেন, আমি তোর চাকর এই বলেই তাকে মারপিট শুরু করে। শাহীনের চিৎকারে উপস্থিত লোকজন শাহীনকে আহত অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা হাসপাতালে পাঠায়। শাহীন এখন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে শাহীন বলেন, বাবু চেয়ারম্যানের হুকুমে মেম্বার আবুল হাসান তাকে মারপিট করে ২৮ হাজার টাকা দামের মোবাইল কেড়ে নিয়েছেন।

এবিষয়ে ইউপি সদস্য আবুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, শাহীন মাতাল অবস্থায় মোটর সাইকেল চালাতে গিয়ে পড়ে যায়। পরে এলাকার একজন ছেলেকে মারপিট করে পালাতে গেলে তারা তাকে কিছু উত্তম মধ্যম দিয়েছে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...