আঞ্চলিক সম্পর্ক শক্তিশালী করতে এবং উপসাগরীয় অঞ্চল সফরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
বুধবার রাজধানী আবু ধাবিতে এরদোয়ানকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান। গত সোমবার সৌদি আরব সফরের মাধ্যমে এরদোয়ান তার উপসাগরীয় অঞ্চল সফর শুরু করেন। মঙ্গলবার তিনি কাতার পৌঁছান।
ত্রিদেশীয় এই সফরের মাধ্যমে এরদোয়ান উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ চুক্তি করতে চান।
সফর শুরুর আগে ইস্তামবুলে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেছিলেন, তুরস্কের সাথে তার কৌশলগত অংশীদার ও ঘনিষ্ঠ মিত্রদের সম্পর্ক খুবই ভালো।