• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সম্পদের হিসাব দিতে হবে রাজউক কর্মকর্তাদের গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশ নিঃ স্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মাদক বিরোধী সভা শেরপুরে হাসপাতালের সেই তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা

ত্রিশালে সাবেক এমপি আনিছসহ আসামি ৩ শতাধিক

সংবাদদাতা / ৬৮ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

ত্রিশাল(ময়মনসিংহ)সংবাদদাতাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ এনে ময়মনসিংহের ত্রিশাল আসনের সাবেক এমপি এ বি এম আনিছুজ্জামানকে প্রধান আসামি করে ৮১ জনের নামে ত্রিশাল থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছয় ইউপি চেয়ারম্যান সহ ৮১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা তিন শতাধিক আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম সামছুদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ- সভাপতি এ এন এম শোভা মিয়া আকন্দ, আশরাফুল ইসলাম, সাবেক এমপি পুত্র হাসান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নবী নেওয়াজ সরকার, ফজলে রাব্বী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রাজিব পারভেজ, কাউন্সিলর ছাইফুল মানিক, উপজেলা যুবলীগের সভাপতি জুয়েল সরকার,কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়েল সরকার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমনসহ ৮১ জনের নাম উল্লেখ করা হয়।

তাদের যত সম্পদ: সাবেক এমপি আনিছুজ্জামানের ১১০০ কোটি, সাবেক এমপি পুত্র হাসান মাহমুদের ৯০০ কোটি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ৪০০ কোটি, ইকবাল হোসেন ২০০ কোটি, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডলের ১৮০ কোটি, নবী নেওয়াজ সরকারের ৬০০ কোটি টাকার সম্পদ রয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ এনে ত্রিশাল থানায় মামলাটি করেন উপজেলার বইলর ইউনিয়নের কাজীর শিমলা গ্রামের মরহুম কাজী কামরুজ্জামানের ছেলে কাজী মনিরুজ্জামান সোমেল। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...