জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে আলোচিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব- ১৩ এর একটি অভিযানিক দল। ১৩জুন দিবাগত রাতে দিনাজপুর র্যাব- ১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষন মামলার প্রধান আসামীর অবস্থান নির্নয় করে র্যাব- ১১ সিপিসি আদমজীনগরের চৌকস দলের সহায়তায়।
দিনাজপুর সদর উপজেলার কোতয়ালি থানাধীন পূর্বপারগাঁও এলাকার অক্ষয় চন্দ্র রায় নিরঞ্জন রায়ের ছেলে ধর্ষণ মামলার প্রধান আসামী ধর্ষক নতুন চন্দ্র রায় নতুন রায়( ২১) কে ঢাকার কেরানীগঞ্জ তেলঘাট এলাকা থেকে আত্মগোপন থাকা অবস্থায় গ্রেফতার করে।
দিনাজপুর র্যাব- ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় যে,ভিকটিমের সাথে ধর্ষক নতুন চন্দ্র রায়ের পরিচয়ের সুবাদে। গত ৩০ এপ্রিল আসামীর গ্রামের পার্শ্ববর্তী একটি বাড়িতে রাত্রি যাপন করে এবং ভিকটিমকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে দিনাজপুর কোতয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা হবার পর থেকেই র্যাব ছায়া তদন্ত অব্যাহত রাখে।এরই প্রেক্ষিতে র্যাব- ১১ সিপিসি আদমজীনগর ঢাকা এবং দিনাজপুর র্যাব -১৩ এর সহায়তায়। ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী নতুন চন্দ্র রায় কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে কোতয়ালী থানায় হস্তান্তর করে।