• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

দুর্বৃত্তদের হামলায় আহত পশু চিকিৎসকের মৃত্যু

সংবাদদাতা / ১১৭ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

বাহুবল প্রতিনিধিঃ- হবিগঞ্জের বাহুবলে নিজ বাড়ির উপর দিয়ে হাল চাষের গাড়ি চলাচলে বাধা দেযায় প্রতিপক্ষের হামলায় আহত পশু চিকিৎসক মারা গেছেন। দীর্ঘ ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোমবার (১২ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত পশু চিকিৎসক আতর আলী বাহুবল উপজেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা।

গত বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, আতর আলীর বাড়ি দিয়ে বয়ে যাওয়া কাঁচা রাস্তার উপর দিয়ে একই গ্রামের রিপন, মালেক, মতিন ও আজিজ হাল চাষের গাড়ি নিয়ে যাওয়ার কালে বাঁধা দেন তিনি।

এরই জেরে বাগবিতন্ডার একপর্যায়ে রিপন মালেক মতিন ও আজিজ পশু চিকিৎসক ও মিরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আতর আলী ও তার স্ত্রী মিনারা খাতুনের উপর অতর্কিত হামলা চালায়। পরে স্বামী স্ত্রী দু‍‍`জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গুরুত্বর আহত আতর আলীকে ওই দিনই আইসিউতে ট্রান্সপার করেন চিকিৎসকরা।

তাৎক্ষনিক এ ঘটনার সাথে জড়িত মালেক নামের এক ব্যক্তির স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার পরের দিন নিহতের ভাই এনাম মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস বলেন, মৃত্যুর খবর শুনেছি। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...