নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শনিবার বেলা ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এদিন কায়কোবাদের ঢাকায় আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীরা সমবেত হন। নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত বিমান সেনা, পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়।
বিমানবন্দর থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। কুমিল্লা-৩ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। কায়কোবাদ বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।