মোঃ জসিম শেখঃ দ্বিতীয় ধাপে আগামী একুশে মে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাচন। প্রচার প্রচারণায় জমে উঠেছে মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন।উত্তাপ কর্মেই বাড়ছে।প্রচারণা আর স্লোগানে মুখরিত চারপাশ। চায়ের দোকানে ভিড় জমাচ্ছে প্রার্থীদের সমর্থকরা।
চায়ের দোকানে লোকালয়ের মুখ শোনা যাচ্ছে কে হবে আগামী একুশে মে উপজেলার অভিভাবক।পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পথঘাট,তবে এবারের নির্বাচনে নতুন ভোটার গড়েদিতে পারে নতুন পার্থক্য। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে নানা ধরনের আলোচিত হয়েছে।
প্রার্থীরা তাদের নিজ নিজ সমর্থন নিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন,ওয়াদা দিচ্ছেন তারা নির্বাচিত হলে উপজেলায় বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ করবে।স্মার্ট, সন্ত্রাস এবং মাদকমুক্ত উপজেলা উপহার দেবে।
টঙ্গীবাড়ি উপজেলা নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায়১৫৫৬৫০ জন নারী পুরুষ। মনোয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন, এর মধ্যে ৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী, ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।
টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, কাপ পিরিচ মার্কা, ওপ্রয়াত উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতুর পুত্র আরিফ হালদার হেলিকপ্টা রমার্কা,
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃরাহাত খান রুবেল আনারস মার্কা, শেখ মোঃ গোলাম রাব্বানী শান্ত দোয়াত কলম মার্কা।
বিএনপি’র নেতা মাহবুবুর রহমান বাচ্চু মোটরসাইকেল মার্কা, মোঃসাদেকুর রহমান সাদেক দপ্তরী ঘোড়া মার্কা, ভাইস চেয়ারম্যান পদের জন্য বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ নাহিদ খান তালা মার্কা ,রেজাউর রহমান ডিউক মাঝি টিয়া মার্কা , হাজী নূর মোহাম্মদ শেখ চশমা মার্কা, মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য লরসেন বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নাসিমা আক্তার হাঁস মার্কা।
সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন কলস মার্কা, ফারজানা আক্তার লিজা ফুটবল মার্কা, আকলিমা আক্তার প্রজাপতি মার্কা, এলাকাবাসী জানান টঙ্গীবাড়ি উপজেলা নির্বাচনে বর্তমান উপজেলার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওহিদ,এবং আরিফ হালদারের মধ্যে বাঘে মহিষে লড়াই সম্ভব না বেশি।
তবে বিএনপি নেতা মাহবুবুর রহমান বাচ্চু ভিন্নকৌশলে এগোচ্ছে। অনেকের ধারণা বিএনপি’র সমর্থকরা যদি মাহবুবু আলম বাচ্চুকে ভোট দেয় তাহলে তার বিজয় নিশ্চিত। ভাইস চেয়ারম্যানের মধ্যে বর্তমান উপজেলা ভাই চেয়ারম্যান হাজী নাহিদ খান সবচেয়ে এগিয়ে,আরো দুই প্রার্থী কিছুটা পিছিয়ে।
মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে এডভোকেট নাসিমা আক্তার, এবং এমিলি পারভিনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের,সম্ভাবনা, তবে প্রচার প্রচারণায় সবচেয়ে পিছিয়ে ফারজানা আক্তার লিজা, তাকে এখন পর্যন্ত তার প্রতিক নিয়ে মাঠে দেখা যায়নি। উল্লেখ্য দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে ২১ মে অনুষ্ঠিত হবে।