• শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

ধর্ষণ মামলায় বড় ম‌নি‌রের জা‌মিন স্থগিত

সংবাদদাতা / ১৫১ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লী‌গের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় ম‌নি‌রের জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। বড় মনিরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী আদলতকে বলেন, বড় মনির প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে বিচার চাইতে এসে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। নবজাতকের ডিএনএ টেস্ট করতে নমুনা সংগ্রহেও বাধা দিচ্ছেন তারা।

এসময় আপিল বিভাগ বড় ম‌নি‌রকে হাইকোর্টের দেওয়া জা‌মিন ৯ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে বলে আদেশ দেন। একই সময়ের মধ্যে ধর্ষণের শিকার নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ টেস্টের রিপোর্ট দাখিলেরও নির্দেশ দেওয়া হয়।

এর আগে, গত ১৮ এপ্রিল বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ বড় মনির ও তার স্ত্রীকে চার সপ্তাহের আগাম জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে এক কিশোরী বাদী হয়ে গোলাম কিবরিয়া ওরফে বড় ম‌নি‌রের নামে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ধর্ষণের ফলে ওই কিশোরী (১৭) এখন অন্তঃসত্ত্বা। মামলায় বড় মনিরের স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...