• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের নামের তালিকায় ময়মনসিংহের ওসি সফিকুল ইসলাম ভাড়া বাড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা যুবদল নেতা হত্যা মামলায় পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী কারাগারে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: সম্ভাব্যতা যাচাইয়ে হচ্ছে কমিটি, আন্দোলন স্থগিত গাজায় ইসরায়েলি হামলায় আরো অর্ধশত ফিলিস্তিনি নিহত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চারজন নিহত

নড়াইলে উৎসবমুখর পরিবেশে পালিত হবে শারদীয় দুর্গোৎসব- পুলিশ সুপার

সংবাদদাতা / ১৯৯ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

খন্দকার সাইফুল নড়াইলঃ- নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিশ্ছিদ্র নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে স্ব-মহিমায় ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন সরকারি সকল নির্দেশনা এবং বাংলাদেশ পুলিশের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে বিভিন্ন সময়ে জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে পূজা উদযাপন ও আইন- শৃঙ্খলা সংক্রান্তে মত-বিনিময় করেছেন।

নড়াইল জেলায় প্রায় ৬০০ টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপন হবে।এ উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আটটির বেশি মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার। তিনি এ সময় পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের নিজস্ব ব্যবস্থাপনায় পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ, কলাপসিবল গেটের ব্যবস্থা করা, সীমানা প্রাচীর তৈরী, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং যথাসময়ে প্রতিমা বিসর্জনের জন্য অনুরোধ করেন।

এছাড়া কোনো সমস্যা হলে তিনি দ্রুত সংশ্লিষ্ট বিট অফিসার, থানার অফিসার ইনচার্জ, ৯৯৯ অথবা পুলিশ সুপারকে অবহিত করার জন্য পরামর্শ দেন।মত-বিনিময় কালে তিনি থানাকে জনগণের আস্থা, নির্ভরতা ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ইতোমধ্যে নড়াইল, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানার অফিসার ইনচার্জগণ বিভিন্ন এলাকায় পূজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন। এছাড়া নিয়মিত ভাবে সার্কেল অফিসার, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিট অফিসারগণ স্ব-স্ব এলাকাধীন পূজামণ্ডপ সমূহ পরিদর্শন করেছেন।

পুলিশ সুপারের নির্দেশনায় আগামী ১ অক্টোবর থেকে পূজার শেষদিন পর্যন্ত আইন- শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...