শ্রাবণ মাহমুদ (সিরাজদিখান): মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিঃ স্বার্থ সমাজ কল্যাণ সংগঠন- এর নব- নির্বাচিত পরিচালনা পর্ষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠান এবং মাদক বিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া মাষ্টার আব্দুর রহমান একাডেমি মাঠে এ পরিচিতি সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
পরে সংগঠনটির ব্যানের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহণে একটি মাদক বিরোধী র্যালী বের হয়। র্যালী টি মধ্যপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সভা স্থলে এসে শেষ হয়। নিঃস্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ রবিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
নিঃ স্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব আফজাল হোসেন ঢালী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কে এম তারিকুল ইসলাম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, সাবেক সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা কার্যালয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিচালক মো. হাবিব তৌহিদ ইমাম। বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, ডা. এম আর খান শিশু হাসপাতাল এন্ড ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ্ এর সহ অধ্যাপক ডা. সাকিব রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সহ- সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ব্যবসায়ী মোঃ সাইদুল হক, ব্যবসায়ী মোঃ নান্নু ঢালী, ব্যবসায়ী মোঃ আব্দুল হাই সরদার, সমাজ সেবক আবুল কালাম ফকির, নিঃস্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এসএম শ্রাবণ মাহমুদ, প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মৃধা, সমাজসেবক মোঃ হামিদুল হক সহ নিঃ স্বার্থ সামাজিক সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্বাচিত কমিটি’কে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সরকারের সাবেক সচিব কে এম তারিকুল ইসলাম। উপস্থিত সকল’কে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। উল্লেখ্য, মানব সেবা শিক্ষা ক্রীড়া সংস্কৃতি এই স্লোগানে ২০১৯ সালে মধ্যপাড়া গ্রামে প্রতিষ্ঠিত হয়। নিঃস্বার্থ সমাজ কল্যাণ সংগঠন।
এর আগে দুই বছরের জন্য মো. রবিন হাওলাদার’কে সভাপতি এবং মোঃ রায়হান মোল্লা’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পর্ষদ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠিত হয়।