• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের নামের তালিকায় ময়মনসিংহের ওসি সফিকুল ইসলাম ভাড়া বাড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা যুবদল নেতা হত্যা মামলায় পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী কারাগারে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: সম্ভাব্যতা যাচাইয়ে হচ্ছে কমিটি, আন্দোলন স্থগিত গাজায় ইসরায়েলি হামলায় আরো অর্ধশত ফিলিস্তিনি নিহত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চারজন নিহত

নেটওয়ার্কিং বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

সংবাদদাতা / ১৫৫ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪

আলতাফ হোসেন অমিঃ মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নেটওয়ার্কিং বাংলাদেশের উদ্যোগে ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ (শুক্রবার) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় দেড় হাজার অসহায় গরিব মানুষদের’কে এই সেবা প্রদান করা হয়েছে। ‘নেটওয়ার্কিং বাংলাদেশ’ একটি সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান। এখানে একজন ব্যক্তিকে প্রশিক্ষণ থেকে শুরু করে একটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেই বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন দেয়া হয়।

আমাদের অন্যতম লক্ষ্য নেটওয়ার্কিং বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে সফল উদ্যোক্তা গড়ে তোলা এবং সার্বিক সহযোগীতা এবং গাইড লাইনের মাধ্যমে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করা।এক্ষেত্রে একজন উদ্যোক্তা কে প্রশিক্ষণ দেয়া, ব্যবসায়িক ডকুমেন্টস তৈরী করা, ব্যবসায়িক সেল বৃদ্ধির জন্য সঠিক প্ল্যানিং, প্রচারণার কৌশল, যোগাযোগ ব্যবস্থার প্রক্রিয়া, পণ্য কুরিয়ার সার্ভিস মাধ্যম, পণ্যের সোর্সিং থেকে শুরু করে ক্রেতার নিকট পৌছানো পর্যন্ত সব কিছুর প্রশিক্ষন নেটওয়ার্কিং বাংলাদেশ থেকে প্রদান করা হবে।

আমাদের মূলত লক্ষ্য নিম্নবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য দের নিয়ে কাজ করা। এক্ষেত্রে নারীদের কে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে। প্রশিক্ষন এবং গাইড লাইন এর মাধ্যমে সফল উদ্যোক্তা গড়ে তোলা নেটওয়ার্কিং বাংলাদেশ এর অন্যতম প্রধান কাজ। নেটওয়ার্কিং বাংলাদেশ এর পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতা মূলক মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।

এই মেডিক্যাল ক্যাম্পের মূল লক্ষা জনবহুল এলাকার নারী, শিশু এবং বৃদ্ধদের কে নিয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা। ক্যাম্পেইনে ডায়াবেটিস চেকাপ, ব্লাড প্রেশার, ওয়েট, প্রসূতি মায়ের সাধারণ চিকিৎসা, মেয়দের কে স্বাস্থ্য সচেতনতা মূলক উপদেশ প্রদান থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। এই ক্যাম্পেইনের প্রচারণা বৃদ্ধি এবং সুবিধার্থে যারা মেডিক্যাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করবে এবং অংশগ্রহণ করবে তাদেরকে আসন্ন রমজান মাসে একটি খাদ্য সামগ্রীর প্যাকেজ উপহার দেয়া হবে।

যে প্যাকেজে রমজান মাসের প্রয়োজনীয় উপাদান গুলো থাকবে যেমন- ছোলা, ডাল, বেসন, তেল, সেমাই, লবণ, চিনি, পোলাউর চাল, মরিচের গুড়া, হলুদের গুড়া, কিসমিস, খেজুর ইত্যাদি প্রদান করা হবে। এই খাদ্য সামগ্রী আনুমানিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) মানুষের মাঝে বিতরণ করা হবে। এই গুরুত্বপূর্ণ কাজ টি সফল ভাবে সু-সম্পন্ন করার জন্য আমাদের সহযোগীতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...