দশমিনা (পটু্য়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধাসহ ৩ জনকে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরের টিলা সংলগ্ন এলাকায় (উত্তর লক্ষিপুর) এ ঘটনা ঘটে। আহতরা দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরের টিলা সংলগ্ন এলাকার নুর ইসমাইল গংদের সাথে প্রতিপক্ষ নাজমা বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমিতে নুর ইসমাইল বাড়ি নির্মাণ করছিল। ঘটনার দিন নাজমা বেগম নির্মাণ কাজে বাধা দিলে নুর ইসমাইল লোকজন নিয়ে নাজমার উপর হামলা করেন। এতে নাজমা বেগম,তার মা আমেনা বেগম ও স্বামী রাজ্জাক গাজী আহত হন।
অভিযোগের বিষয় নুর ইসমাইলের বক্তব্য নেয়ার চেষ্টা করলেও সম্ভব হয়নি। দশমিনা থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।