• বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

পদ্মা নদীর বালু উত্তোলন চক্র, নতুন করে সক্রিয় হচ্ছেন।

সংবাদদাতা / ২০৩ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

শ্রীনগর (মুন্সিগঞ্জঃ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল, ও বাঘড়া ইউনিয়নের দক্ষিণে চান্দ গাও বয়াতীর চর ও চর রেঙ্কিনের মাঝামাঝি দক্ষিণে পদ্মা নদীতে নতুন করে সক্রিয় হচ্ছেন নদীর বালু উত্তোলনকারী চক্র মা ইলিশ সংরক্ষণ আভিযানে সাময়িক বন্ধ ছিলো নদীর বালু উত্তোলন সরজমিনে স্থানীয় চরের মানুষের সাথে কথা বলে যানা যায়

ইলিশ অভিযান শুরুর আগে প্রতি রাতে ১২/১৪ কাটার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে বাল্গহেড লোড করে বিভিন্ন স্থানে বালু বিক্রি করা হয় প্রতি রাতে কমপক্ষে ৭০/৮০ টি বাল্গহেড লোড করা হয়

ইলিশ সংরক্ষণ অভিযান শেষ পর্যায়ে তাই নতুন করে বালু খেকো অসাধু চক্র তাদের কার্যক্রম শুরুর লক্ষে কাটার মেশিন জমা করিতেছেন আজ কালের মধ্যেই শুরু হবে বালু উত্তোলন। এই অসাধু চক্রের সিন্ডিকেট অনেক বড় এবং প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততা থাকায় অবৈধ বালু উত্তোলনের বিষয়ে কেহ কথা বলার সাহস রাখে না নদী শাসন বেড়িবাধের এক নটিকাল পূর্ব দক্ষিণ থেকে বালু উত্তোলন করার পায়তারা নতুন করে শুরু হয়েছে।

চরের সাধারন মানুষ আরো বলেন স্বপ্নের পদ্মা সেতুর ৫/৬ নটিক্যাল উজানে এভাবে বালু উত্তোলন করিলে পদ্মা সেতু সহ আশপাশের কামারগাও ভাগ্যকুল চারিপাড়া জশিলদাহ গ্রমগুলো নদী ভাঙ্গনের সম্মূখীন হবেন। কতিপয় অসাধু চক্রের ব্যক্তি স্বার্থে এভাবে রাতের আধারে বালু উত্তোলন গ্রহনযোগ্য নয় স্থানীয় লোকজন প্রশাসনের দৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...