• বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:

পিন্টু হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

আলী হোসেনঃ / ২০৩ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

আলী হোসেনঃ চাঞ্চল্যকর পিন্টু হত্যা মামলার ঘটনায় আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ইয়াছির আরাফাত। তার সঙ্গে উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আসাদুজ্জামান।পরিদর্শন কালে জনাব ইয়াছির আরাফাত মামলার বাদী, সাক্ষী এবং উপস্থিত জনসাধারণের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন। তিনি তাদের অভিযোগ ও তথ্য মনোযোগ সহকারে শুনে ঘটনার বিষয়ে বিস্তারিত ধারণা নেন।

তিনি বলেন, “পিন্টু হত্যা মামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের সহায়তায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি জনগণকে আহ্বান জানান, কেউ যদি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য জানেন, তা যেন দ্রুত পুলিশকে জানান।

অত্র এলাকায় পুলিশের এই কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তার বোধ সৃষ্টি করেছে। উপস্থিত জনগণ পুলিশের তৎপরতা ও আশ্বাসের প্রশংসা করেন এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

পিন্টু হত্যা মামলার অগ্রগতির খবর জানতে আমাদের সঙ্গে থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...