ফরিদগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জে ফারুক নামের এক অসহায় ব্যাক্তির দুইটি গরু চুরি হয়ে গেছে। একই সাথে দুইটি গরু চুরির ঘটনায় নিরিহ পরিবারটি দিশেহারা হয়ে পড়েছেন। গত শনিবার (২৩ জুলাই) দিবাগত রাতে এই ঘটনা এলাকার গরু পালনকারি কৃষক ও খামারিদের মধ্যে চুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এর আগে তার আরো দুইটি গরুকে খাওয়ার সাথে বিশ মিশিয়ে মেরে পেলেন অজ্ঞাতনামা ব্যাক্তি। পরে বহু কস্টে করে এই দুইটি গরু পালণ করেন তিনি এরই মধ্যে গরু দুইটি চুরি হয়ে যায়।
গ্রামবাসী জানান, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারের পার্শ্ববর্তী হোগলী গ্রামের বড়বিটার বাড়ির ফারুক পরিবারের তাগিদে তিনি ঢাকায় একটি কাজে কর্মরত রয়েছেন। ফারুকের বাবা অত্যন্ত গরীব হওয়ায় বাড়িতে বসে না থেকে গরু পালন করেন। কিন্তু গত শনিবার দিনগত গভীর রাতে একদল গরু চোর চক্র তার গোয়াল ঘরে হানা দিয়ে একসাথে দুইটি গরু নিয়ে গেছে।
অন্যান্য রাতের মত গরুর মালিক ফারুকের বাবা আব্দুল কুদুছ মিয়া গরুকে খাবার দিয়ে ঘুমাতে যান। ভোররাতে আবার গরুকে খাবার দিতে গিয়ে তার গোয়াল ঘরে গরু দেখতে না পেরে চিৎকার শুরু করে। তার ও পরিবারের লোকজনের চিৎকারে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন। বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি শুরু করে। কোন জায়গায় গরুগুলো না পেয়ে গরুর মালিক দিশেহারা হয়ে পড়েছেন।
ভুক্তভোগী গরুর মালিক ফারুক ও পরিবারের সদস্যরা জানান, তিনি একজন অসহায় গরিব, বাড়তি আয়ের জন্য বাড়িতে গরু পালন করে থাকেন। অন্যান্য দিনের মতো গরু গুলো সন্ধ্যার সময় গোয়াল ঘরে তুলে দরজায় তালা লাগিয়ে দেন। রাতে একবার গরু গুলো খাবার দিয়ে অন্যান্য রাতের মত তিনি, ঘুমাতে চলে যান। ভোর রাতে ঘুম থেকে উঠে আবার গরুর খাবার দিতে গেলে দেখে তার গোয়ালের গরু গুলো নেই। তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের লোকজন ও পাড়া-প্রতিবেশী ছুটে আসে। তারাও গরু গুলো খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু কোথায়ও খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।
তিনি আরো জানান, গভীর রাতে কোনো এক সময় তার গোয়াল ঘরে চোরদল হানা দিয়ে গোয়াল ঘরের তালা ও পাশে ইটের প্রাচীর এর সাথে বাশের রেলিং ভেঙ্গে গরু গুলো বের করে নিয়ে যায়। যে গরু গুলো চোরচক্র নিয়ে গেছে তার মধ্যে রয়েছে, একটি কালো রঙের গাভী গরু, আরো একটি বলদ গরু,। এই গরু গুলোর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকার উপরে হবে। কোন উপায়ান্তর না পেয়ে অবশেষে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেছেন বলে তিনি জানান। এই ঘটনার পর এলাকায় গরু চুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ইউপি সদস্য আহসান উল্লাহ হৃদয় কাছে বিষয়টি জানালে,তিনি তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং অসহায় পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানান তারই সাথে তিনি বিভিন্ন জাগায় যোগাযোগ অ্যবাহত রেখেছেন বলে জানান তিনি আরো বলেন, আমি সকাল থেকে বহু জনকে গরু গুলো খোঁজাখুঁজির জন্য কল করে বলি।ঝাড়া এমন দুর্দর্শ চরি করেছে তাদের কে আইনের আওতায় আনতে হবে এবং সেই সাথে থানা পুলিশসহ স্থানীয়দের প্রতি অনুরোধ করবো।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শহীদ হোসেন বলেন,আমরা থানা পুলিশ চোরচক্রকে আটক করার চেষ্টা অ্যবাহত আছে, আমরা চেষ্টা করবো যেনো চোর চক্রের সদস্য ধুরুত আটক করতে পারি।ফারুকের গরু চুরির বিষয় জানতে চাইলে তিনি জানান, আমি বিষয়টি শুনেছি এবং একটি সাধারণ ডাইরি পেয়েছি, থানার এস আই বরকত উল্ল্যা ঘঠনাস্থল পরিদর্শন করেন।ও তদন্ত পূর্বক আইন গত ব্যাবস্থা গ্রহণ করা হবে।#