ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি,: ময়মনসিংহের ফুলপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার উপজেলার সিংহেশ্বর ইউনিয়ন কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। অচিরেই নতুন আহবায়ক কমিটি দেওয়া হবে বলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ মেয়াদ উত্তীর্ণ হওয়া ও নিষ্ক্রিয় থাকায় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে সংগঠনের বৃহত্তর স্বার্থে সিংহেশ্বর ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইল।
এদিকে সিংহেশ্বর ইউনিয়নের নতুন কমিটির দায়িত্ব পেতে জোর লবিং শুরু করেছেন ঐ ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা। একজন প্রবীণ ব্যক্তিকে আহবায়ক একজন যুব সমাজের প্রতিনিধিকে সদস্য সচিব করে নতুন কমিটি দেওয়া হতে পারে বলে আভাস পাওয়া গেছে। উপজেলার আরো কয়েকটি ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ওই সব ইউনিয়নে বিলুপ্ত কমিটির স্থলে নতুন আহবায়ক কমিটি দেওয়ার প্রক্রিয়াধীন আছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।