ছাগলনাইয়া প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া প্রেস ক্লাব’র নিয়মিত সদস্য, সরকারী মিডিয়াভূক্ত দৈনিক স্টার লাইন’র ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি, সাংবাদিক এনায়েত উল্যাহ সোহেল কে মহিপাল হত্যাকান্ডে জড়ানোর অভিযোগ উঠেছে।জানা যায়, গত ৪ঠা আগস্ট ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার উপর আওয়ামী সন্ত্রাসীরা বেপরোয়া গুলিবর্ষণ করে ৯ জনকে হত্যা করে।
এসব হত্যাকান্ডে ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে ফেনী মডেল থানায় ৮টি মামলা দায়ের করে। এতে সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলায় সাংবাদিক এনায়েত উল্যাহ সোহেলকে ৫৮নং আসামী সাজিয়ে ফেনী মডেল থানায় এজাহার দায়ের করা হয়। অথচ, ঘটনার দিন আসামী সাংবাদিক এনায়েত উল্যাহ ছাগলনাইয়া থেকে ফেনী শহরেই আসেনি।
কেননা, ঘটনার সময় (দুপুর ১ ঘটিকা থেকে ২.৩০ ঘটিকা পর্যন্ত) সাংবাদিক এনায়েত উল্যাহ সোহেল ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম কমলের ফোন পেয়ে তার সাথে সাক্ষাত করতে যান। ওই দিন সকাল ১১.৪০ মিনিটে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে প্রবেশ করে দুপুর ২ ঘটিকা পর্যন্ত তার অফিস রুমে অবস্থান করেন।
সাংবাদিক এনায়েত উল্যাহ সোহেলের বিষয়টি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানেন ও তার অফিসের সিসি ক্যামরার ফুটেজে তার উপস্থিতি রয়েছে। এছাড়াও গত ৪ আগস্ট সাংবাদিক সোহেলের ব্যবহৃত মোবাইল ফোনের (০১৮১৮-৬৩৩৭৬৮) লোকেশন ট্যাক করলে সেদিন তার অবস্থান কোথায় ছিলো জানা যাবে বলে দাবী করেন সাংবাদিক সোহেল।
একজন নিরাপরাধ সংবাদকর্মীর নামে যাচাই বাছাই ছাড়া মামলা দেওয়ায় ফেনীর সাংবাদিক সমাজ বিস্ময় প্রকাশ করেছে। মামলার তদন্তকালে সংশ্লিষ্ট তদন্তকর্মকর্তা বিষয়টি যাচাই পূর্বক প্রকৃত ঘটনা উদঘাটন করবেন বলে মনে করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারন সম্পাদক জসীম মাহমুদ।