নিজস্ব প্রতিবেদকঃ ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে ২০-২১ শিক্ষা বর্ষে এল,এল,বি অনার্সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে মারিয়া মাহমুদ। মারিয়া সোনাপুর উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি ও ফেনী সরকারী কলেজ থেকে এইচ,এস,সি পাশ করেছেন।
মারিয়া প্রতিটি সেমিস্টারে মেধার স্বাক্ষর রেখেছেন। ফেনী ইউনিভার্সিটিতে ৪ বছরের অধ্যায়নকালে মেধার বিবেচনায় মারিয়া আউট অব ফোর ৩.৬১ পয়েন্ট পেয়ে প্রথম শ্রেণী অর্জন করে। বর্তমানে সে জুড়িশিয়াল ক্যাডার সার্ভিসের
মারিয়া দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসীম মাহমুদের ছোট কন্যা বলে জানান তিনি।