তামজিদ ইসলাম তন্ময় মোল্লাঃ ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৪: বহুল আলোচিত সংবাদপত্র ‘প্রতিদিনের কাগজ’ এর অফিসিয়াল ফেসবুক পেজ উদ্ধার করার নাম করে এক ব্যক্তি প্রতারণা করেছেন। অভিযুক্ত রিফাত হোসেন, যিনি নিজেকে সাইবার সিকিউরিটির বিশেষজ্ঞ দাবি করে, পত্রিকার পক্ষ থেকে ২০০০ টাকা হাতিয়ে নিয়েছেন।
‘প্রতিদিনের কাগজ’ পত্রিকা কর্তৃপক্ষ জানান, রিফাত হোসেন তাদের সঙ্গে যোগাযোগ করে ফেসবুক পেজ উদ্ধার করার প্রতিশ্রুতি দেন। তিনি দাবি করেন, সাইবার সিকিউরিটির বিশেষজ্ঞ হিসেবে তিনি এই কাজটি করতে পারবেন। এর পর তিনি পত্রিকা কর্তৃপক্ষকে বিকাশের মাধ্যমে ২০০০ টাকা পাঠাতে বলেন। টাকা পাঠানোর পর রিফাত হোসেন আর কোনো যোগাযোগ রাখেননি এবং পত্রিকা কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলেও তিনি তা এড়িয়ে যান।
সাইবার বিশেষজ্ঞরা এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, সাইবার অপরাধীরা প্রায়ই ফেসবুক পেজ উদ্ধার বা সাইবার সিকিউরিটি সংক্রান্ত কাজের কথা বলে সাধারণ মানুষ বা প্রতিষ্ঠান গুলোকে প্রতারণার শিকার করে।