এইচ.আই লিংকন, সিরাজদিখান প্রতিনিধিঃ– জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে চির জাগ্রত করে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন অপর দিকে আমাদের আগামীর প্রজন্মের সন্তানেরা জাতে বিপদগামী না হয় এবং জঙ্গীবাদ কে যেনো তারা ঘৃণা করে। খেলাধুলার মাধ্যামে বাঙালীর স্বাধীনতা নামক মহাকাব্যের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ কে হৃদয়ে ধারণ করতে হবে শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রিকেট পোকা অনলাইন গ্রুপের আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড. মৃনাল কান্তি দাস এম.পি এসব কথা বলেন।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কুলে মাঠে ক্রিকেট পোকা অনলাইন গ্রুপের আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট পোকা অনলাইন গ্রুপের সভাপতি ও সিরাজদিখান উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদের সভাপতিত্বে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য জনাব মাহি বি চৌধুরী এম.পি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড. মৃনাল কান্তি দাস এম.পি। আরো উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা পরিষদেরে চেয়ারম্যান মশিউর রহমান মামুন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত নবনির্বাচিত মহিলা সদস্য হেলেনা ইয়াসমিন, সিরাজদিখান উপজেলা নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য মোঃ মাসুদ লস্কর, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক,উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যানগন ।
ক্রিকেট পোকা অনলাইন গ্রুপের আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের নক আউট পদ্ধতিতে ৮ টি দলের অংশ গ্রহনের উদ্বোধনী খেলায় অংশ নেয় তেঘরীয়া যুব সংঘ বনাম মোল্লাকান্দা সাইন পুকুর একতা সংঘ। এতে তেঘরীয়া যুব সংঘ ৫- ০ গোলে মোল্লাকান্দা সাইন পুকুর একতা সংঘকে পরাজিত করে।