রাজধানীর বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
সোমবার (১৭ এপ্রিল) ২টা ৫৩ মিনিটে এ আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ।
তিনি জানান, বায়তুল মোকাররমের স্বর্ণ মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয় বলে তাদের কাছে খবর আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করে।
রাশেদ বিন খালিদ বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বিস্তারিত পরে জানানো হবে।