• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন

বিজিবি দুই সদস্য’কে হত্যাচেষ্টা ঘটনায় ২’শ জনের নামে মামলা, গ্রেফতার ২

বিশেষ প্রতিনিধি: / ১১ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র দুই সদস্য’কে সীমান্তে হত্যাচেষ্টা ঘটনায় ২’শ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় দুই চোরাকারবারি’কে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণকৃতরা হলেন, জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত গ্রাম মৌলারপাড়ের রফিকুল ইসলামের ছেলে পেশাদার চোরাকারবারি দেলোয়ার হোসেন, একই গ্রামের রিপন মিয়ার ছেলে অপর পেশাদার চোরাকারবারি মোবারক মিয়া।

সিলেট সেক্টরের, সিলেট ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দোয়ারা বাজারের বাংলাবাজার বিওপির জেসিও নায়েব সুবেদার হারুন অর রশীদ বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদান ও বিজিবি দুই সদস্য’কে হত্যাচেষ্টার উদ্দেশ্যে আক্রমন করে জখম করার অভিযোগ এনে দোয়ারাবাজার থানায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওই মামলাটি দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হল, উপজেলার সীমান্ত গ্রাম কলাউড়ার মৃত ফজর আলীর ছেলে কাহার দুক্ষিণ ক্যাম্পের ঘাটের মৃত রতন আলীর ছেলে শুক্কুর আলী , উওর কলাউড়া সীমান্ত গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল মজিদ, একই গ্রামের আব্দুর রশীদের ছেলে আবুল কালাম, সীমান্তগ্রাম শ্রীপুরের আব্দুল কাইয়ুমের ছেলে খালিদ হানান নান্নু সহ অজ্ঞাত নামা ২’শ জন।

প্রসঙ্গত, ভারতের মেঘালয় রাজ্যে পাচারকালে মঙ্গলবার ভোররাতে ৪৮ বিজিবির দোয়রা বাজারের বাংলাবাজার বিওপির টহল দল ১৬১ বস্তা (৩ হাজার ২২০ কেজি) রসুন সীমান্তের মৌলারপাড় থেকে জব্দ করে। বিওপিতে জব্দকৃত রসুনের চালান নিয়ে ফেরার পথে সীমান্তে রসুনের চালান ছিনিয়ে নিতে বিজিবি টহল দলের ওপর হত্যাচেষ্টার উদ্দেশ্যে ও সরকারি কাজে বাধা প্রদানে চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে হামলা করে। এতে দুই বিজিবি সদস্য জখম সহ গুরুতর আহত হন।

বুধবার দোয়ারা বাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, বিজিবি টহল দলের উপর হামলায়, হত্যাচেষ্টা, হুমকি প্রদর্শন সরকারি কাজে বাধা প্রদানে জড়িত দেলোয়ার হোসেন ও মোবারক হোসেন নামক দুই চোরাকারবারি’কে গ্রেফতার দেখিয়ে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করার পর আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। পলাতক ও ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান চলামান রয়েছে বলেও জানান ওসি।

বুধবার সিলেট সেক্টরের ,সিলেট ৪৮- বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্থানীয় জনসাধারণ, অন্যান্য সকল আইনশৃঙ্খলা  রক্ষাকারি বাহিনী’কে মানবপাচার, সীমান্তে এপার ওপার অবৈধ অনুপ্রবেশ বন্ধে, মাদক সহ যে কোন ধরণের চোরাচালান, সীমান্তে অপতৎপরতা প্রতিরোধে বিজিবি’কে সহযোগিতার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...