টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকেও শামসুদ্দিন হাওলাদার নামের এক ব্যক্তিকে হত্যা মামলার আসামী করা হয়েছে। তিনি টঙ্গিবাড়ী উপজেলার পূর্ব আলদি গ্রামের ইছা হাওলাদারের ছেলে। এ ঘটনায় মামলা থেকে তার নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও শিক্ষার্থীরা। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে টঙ্গিবাড়ী উপজেলার আলদি বাজার হযরত শাহ্ জালাল সুপার মার্কেটের সামনে শতাধিক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে শিক্ষার্থীদের উপর হামলায় শামসুদ্দিন হাওলাদার প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ছিল না। বরং তিনি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। তার সন্তান তামান্না আক্তার প্রত্যক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন। কিন্তু ষড়যন্ত্র মূলক ভাবে হয়রানি করার উদ্যেশ্যে তাকে মামলায় আসামি করা হয়।
আমরা এ মামলায় নিরপরাধ একজন ব্যক্তিকে আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শামসুদ্দিন হাওলাদার’কে এ মামলা থেকে প্রত্যাহার করার দাবি জানাই। একসাথে শামসুদ্দিন হাওলাদারের মত নিরপরাধ কাউকে যেনো মামলা দিয়ে হয়রানি করা না হয়।