• সোমবার, ১২ মে ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

বোয়ালমারীতে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সংবাদদাতা / ১৭০ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ২১ জুন, ২০২৩

মোঃ রাকিবুল ইসলাম (মিয়া রাসুল) : সাংবাদিক নাদিম হত্যা বিচারের দাবীতে বোয়ালমারী উপজেলার কর্মরত সংবাদকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।বুধবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার একাত্তর টিভির প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম ওই এলাকার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশ করলে সংবাদের জেড়ে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ও তার ক্যাডার বাহিনী গত সোমবার নাদিমকে পিটিয়ে হত্যা করে।

বোয়ালমারী বার্তার সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিনিধি ও অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, দৈনিক সময়ের প্রত্যাশার সম্পাদক ও প্রকাশক মুরশিদ আহমেদ শিকদার লিটু, বাংলা টিভির প্রতিনিধি খান মুস্তাফিজুর রহমান সুমন।

ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, যমুনা টেলিভিশনের প্রতিনিধি মহব্বত জান চৌধুরী, ঢাকার ডাক প্রতিনিধি এম এম জামান, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি এস এম রুবেল, দৈনিক খবর পত্রের প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, দৈনিক কুমার প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন, দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাসেল মিয়া, ইকবাল হোসেন, সনৎচক্রবর্তী, দৈনিক আমার সংগ্রাম প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক আশ্রয় প্রতিদিন প্রতিনিধি আনোয়ার হোসেন, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...