মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সিরাজদিখান সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনে শিশু বরণ ও আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ে আঙিনায় শিশু বরণ ও পিঠা উৎসবে বিভিন্ন রকমের পিঠা ছিলো যেমন।
নকশি পিঠা, চিতই পিঠা, রস পিঠা, ডিম চিতই, দোল পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, পাকান, আন্দশা, কাটা পিঠা, ছিট পিঠা, গো-কুল পিঠা, ইলিশ পিঠা, চুটকি পিঠা, মুঠি পিঠা, জামদানি পিঠা, হাড়ি পিঠা, চাপড়ি পিঠা, পাতা পিঠা, ঝুড়ি পিঠাসহ বাহারী একশো’রও বেশি রকমের পিঠা নিয়ে শিশু বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
ইনট্রাক্টর নাদিরা আফরোজ।এছাড়া আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকবৃন্দ। এসময় অর্ধশতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থীদের’কে ফুল দিয়ে বরণ করে স্কুল কর্তৃপক্ষ।