• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

মিথ্যা মামলার হয়রানীতে বংশালের একটি পরিবার

নিজস্ব প্রতিবেদক: / ২৮ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশালের মালিটোলায় একটি পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। তাছাড়া মামলার আসামী করে তাদের বাড়ি দখল করেছে সন্ত্রাসীরা। পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে পরিবারটি। মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট আইন প্রযোগ কারি সংস্থার হস্তক্ষেপ কমনা করেছেন পরিবারের সদস্যরা। শনিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আযোজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ভুক্তভোগি পারিবারের সদস্য পাপিয়া সুলতানা টুম্পা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বাবা আফজাল হোসেন নান্টু মোল্লা ২০০৫ সালের সেপ্টেম্বরে মারা যান। মৃত্যুকালে তিনি বংশালে ১৭ টি বাড়ি রেখে যান। কিন্তু তার মৃত্যুর পর তার সৎ ভাইবোন সকল বাড়ি দখল করে তাদের বাড়ি থেকে বের করে দেয়। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত বিশ বছর ধরে তাদের সম্পত্তি ফিরে পেতে লড়াই করছেন তারা। সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের পর তাদের বিরুদ্ধে মিথ্যা মামলণা দিচ্ছে স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না ও তার লোকজন।

রাজধানীরি বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানী করছে। এর এর আগেও তদাদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। এসব মিথ্যা মামলা থেকে মুক্তি পাওয়া ও পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানান টুম্পা। সংবাদ সম্মেলনে তার মা পারভিন বেগম,বোন সাজিয়া সুলতানা বিনু, ভাই তুহিন হোসেন ও পারভেজ আহমেদ রাজু উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...