• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আরো বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন: বেপজাকে প্রধান উপদেষ্টা আমিনপুরে সেনাবাহিনীর অভিযানে বন্দুক সহ সন্ত্রাসী বাবু গ্রেফতার চট্টগ্রাম আদালতে ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব! সাদা পোশাকে আর কাউকে গ্রেপ্তার করা যাবে না :ডিবি কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ ছাত্রলীগের আকস্মিক হামলায় ৩ সমন্বয়ক আহত গোবিন্দগঞ্জে ভূমিদস্যু’র আগুনে পুড়ল সাঁওতালপল্লী বিবিসি নিউজ টুয়েন্টিফোর এর প্রতিনিধিদের সাথে মতবিনিময় জেলা প্রশাসকদের মুন্সিগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

মুন্সিগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

সংবাদদাতা / ৪ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি :  মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রলীগ কর্মীদের পরীক্ষা দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ-ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় ছাত্রদল কর্মীসহ ৩জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেয়া হয়েছে।রোববার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এছাড়া বিশৃংখলায় জড়িত সন্দেহ ৯জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, রোববার দুপুরে ক্যাম্পাসে ছাত্রলীগের মাদমুদুল হাসান তারিফ ও শাহবাজ আশিকের কয়েকজন কর্মীরা পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীরা প্রতিবাদ জানালে উত্তেজনা তৈরি হয়। এর মধ্যে ছাত্রলীগের কর্মীদের সমর্থন জানিয়ে কিছু বহিরাগত লোকজন ক্যাম্পাসে উপস্থিত হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের ৪কর্মী, ছাত্রলীগের ২জনসহ শিক্ষার্থীরা আহত হয়। পরে, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

আহত ছাত্রদল কর্মী ও শিক্ষার্থী আল আমিন জানান, ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীরা আজ প্রবেশ করলে সবাই তার বিরোধীতা করে। ছাত্রলীগ কর্মীরা বহিরাগতদের ফোন দিয়ে আমাদের ওপর ব্যাপক মারধর করে। আমাকে সুইচ গিয়ার দিয়ে আহত করা হয়েছে। বাকি ছাত্র ও ছাত্রদলকর্মীদেরও আহত করা হয়েছে।

আহত এক ছাত্রলীগ কর্মী দুর্জয় জানান, আমি আগে ছাত্রলীগ করতাম, আজ ক্যাম্পাসে পরীক্ষার জন্য উপস্থিত হলে। আমাদের আটকে রেখে ছাত্রদলের নেতাকর্মীরা আমার ওপর হামলা চালায়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে জানান, দুপুরে ছাত্রলীগের কিছু কর্মী শিক্ষা প্রতিষ্ঠানটিতে উপস্থিত হলে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের নিভৃত করার চেষ্টা করে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে, আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...