• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

মুন্সীগঞ্জে আঃ লীগ নেতার উপর হামলার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ ডেস্কঃ / ২২৩ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

মুন্সীগঞ্জ ডেস্কঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ও সন্মালিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মনিরুজ্জামান শরীফের ওপর সাবেক মেয়র শাহিনের সন্ত্রাসীর হামলার ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় দশ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জ সদর থানায় মনিরুজ্জামান শরিফ নিজেই বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বেআইনী জনতাবদ্ধে হত্যার পথরোধ করে উদ্দেশ্যে মারপিট করত: সাধারণ ও গুরুতর জখম করাসহ চুরি, হুমকী, ও হুকুম প্রদানের অপরাধে ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৩২৫, ৩২৬, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় দায়েরকৃত এই মামলায় প্রধান আসামি করা হয়েছে মিরকাদিমের টেঙ্গর এলাকার সাধু বেপারির ছেলে সম্পদ মিয়াকে (২৫)। এছাড়াও আসামী হয়েছে- একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রাজু মিয়া (২৫), বাঁশতলার বাবুল দাসের ছেলে তুষার দাস (২৪), কালিন্দীপাড়া এলাকার বড় শুভ (২৬), কালিন্দীপাড়ার শাহজাদার ছেলে ছোট শুভ (২২), নৈদিঘিরপাড়ের প্রান্ত (২৮), পূর্বপাড়ার সেলিম মিয়ার ছেলে সাগর (২৮) মিরাপাড়ার আলাল শেখের ছেলে হুমায়ুন মুরুব্বী (৪০), তিলারদিচরের বুলু মিয়ার ছেলে নাদিম (২৮) এবং টেঙ্গরের সাধু বেপারির আরেক ছেলে অন্তর (২৭)। আসামীরা সবাই পলাতক বলে দাবি করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ ‍সুপার থান্দার খায়রুল হাসান মামলার বিষয় টি নিশ্চিত করে বিডিসি ক্রাইম বার্তাকে জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টা’র দিকে মিরকাদিমের উত্তর রামগোপালপুর ছৈয়ালবাড়ি-ধোঁপাবাড়ি সড়কে পথরোথ করে মনিরুজ্জামান শরিফের উপর হামলার ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের একাধিক স্থানে মারপিট ও জখমের চিহ্ন রয়েছে বলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...