মুন্সীগঞ্জ প্রতিবেদকঃ– মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহসভাপতি মো. জিল্লুর রহমানকে হত্যার ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলাম’কে প্রধান আসামী করে ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ ঘটনায় ১/ মো. আরিফ হোসেন, ২/ তুষার দাস ৩/ সাগর নামে তিন আসামি’কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বাকি আসামী’রা ধরাছোঁয়ার বাইরে মামলার এজাহার ভুক্ত উল্লেখ্য দেখা যায়, ১/ শহিদুল ইসলাম শাহিন (৫০) পিতামৃত- নজরুল ইসলাম, ২/ লিটন মিয়া (৫০) পিতামৃত- শাহআলম মিয়া, ৩/ বাবুল (৫৫) পিতা- বাহালুল মিয়া, ৪/ সম্পদ (২৬) পিতা- সাধু বেপারী, /৫ রাজু (২৫) পিতা- জাহাঙ্গীর, ৬/ তুষার দাস (২৫) পিতা- বাবুল দাস, ৭/ রাহাত (৩৮) পিতা- জানু মিয়া, ৮/ আল আমিন (৩৭) পিতা- ইদ্রিস মিয়া, ৯/ সাগর (২৮) পিতা- সেলিম, ১০/ আরিফ (৩০) পিতা- আনোয়ার হাজী, ১১/ খসরু রোমান (৫২) পিতামৃত- খালেক, ১২/ নাদিম (৩০) পিতা- বুলু মিয়া, ১৩/ মনির (৫২) পিতামৃত- বাহালুল, ১৪/ খোকা (৩৮) পিতা- হাজী বসির মিয়া, ১৫/ মিন্টু (৪২) পিতা- বাহালুল মিয়া ও মামলায় ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা পাঁচ- ছয়জন’কে আসামি করা হয়েছে।
মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বিষয় টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এ মামলায় সাবেক মেয়রসহ বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
ইতিপূর্বে রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে পৌর-সভার টেঙ্গর এলাকার রিকাবী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে জিল্লুর রহমান’কে কুপিয়ে হত্যা করা হয়। নিহত জিল্লুর রহমান নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন।