• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী মিরাপাড়া মসজিদ ও মাজার নির্মাণ পরিদর্শনে শহিদুল্লাহ

সংবাদদাতা / ২৫৫ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার, মো: সুজন বেপারীঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের রিকাবী বাজার মিরাপাড়া মসজিদ ও মাজার কমপ্লেক্স এর নির্মাণ কাজে পরিদর্শন করেন ১৫ই জুলাই শনিবার সকাল সাড়ে দশটায় মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও মিরাপাড়া মসজিদ কমিটির মোতালি জনাব মুহাম্মদ শহিদুল্লাহ সাহেব।

এ সময় মিরাপাড়া মসজিদে মুহাম্মদ শহিদুল্লাহ সাহেব বলেন যে, ইনশাআল্লাহ আমরা ২০২১ সাল নভেম্বরে আমাদের এই প্রথম কাজ স্টার্ট করেছি মসজিদের ঐতিহ্যবাহী হলো এই অঞ্চলের সমস্ত মুসলিদের সার্বিক সহযোগিতায় এমসজিদের নির্মাণ কাজ হতে যাচ্ছে তয় তলা ভবনের কাজ চলমান রয়েছে পরবর্তী আমাদের ডিসেম্বরে চার তলা ভবন নির্মাণের কাজ সম্পন্ন সুরু হবে।

মুহাম্মদ শহিদুল্লাহ সাহেব তিনি আরো বলেন যে, আমাদের এই মসজিদে ধারণ ক্ষমতা প্রায় দশহাজার মুসলি ভিতরে এটেটাইম নামাজ পড়তে পারবে বিভিন্ন জেলা প্রান্ত থেকে মিরসাহেব মাজারে মানুষ জিয়ারত করে থাকে আমরা মসজিদের সকল সার্বিকসহযোগীতায় কাজ চালিয়ে যাচ্ছি।

এছাড়াও উপস্থিতি ছিলেন, মিরাপাড়া মসজিদ কমিটির ক্যাশিয়ার অধ্যাক্ষ মোঃ জুলহাস মিয়া ও মিরাপাড়া মসজিদের খতিব, মাওলানা মুফতী আসাদুল্লাহ সাইফী, ইমাম ও ক্বারী মাওলানা আশিকুর রহমান নেছারী ও মিরাপাড়া মসজিদ কমপ্লেক্স এর ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, রাশেদুজ্জামান, বাপ্পি ও মিরাপাড়া সমাজ কল্যাণ সমিতি লিমিটেড এর সভাপতি, মোহাম্মদ রকিবুল্লাহ, সাধারণ-সম্পাদক মহিউদ্দিন লিটন ও দেশী ও প্রবাসী মানব কল্যাণ এর সভাপতি, আব্দুল্লাহ সোহেল ও মিরাপাড়া মসজিদ কমিটিসদস্যবৃন্দ, নাছির মুন্সী, কবির হোসেন, মিজি, সরুতল্লাহ, মোহাম্মদ শিপন, কাসেম মাদবর, মনির হোসেন, মোঃ বাবুল মেম্বার, আওলাদ হোসেন, সোয়েদ হোসেন,সান্ত মাদবর, মামুন, মুহাম্মদ হোসেন, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অন্যান্য প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...