• রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:

মুন্সীগঞ্জে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানালেন হারুন অর রশিদ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ / ১১১ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ- মুন্সীগঞ্জ জেলা গত ১০ই আগষ্টের দিন ৫ই আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ঘোষণা পর দেশের পরিস্থিতির সুযোগে শ্রীনগর উপজেলা কুকুটিয়া ইউনিয়ন বিবন্দী গ্রামের মৃত আব্দুল রহমান মোল্লার পুত্র হারুন অর রশিদ এর সম্পত্তির জাল জালিয়াতি দলিলের দুটি মামলা করা চলমান আদালতে থাকাকালীন বিবাদীগং আসামি রমজান আলীর বিরুদ্ধে নেতৃত্বে সন্ত্রাসীর কার্যক্রম জোরপূর্বক খালি জমির উপর হুমকি ধামকি ভয়ভীতি দখল স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

১৭ই আগষ্ট রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী বাজারের পোস্ট অফিসের সামনে বিবাদীগংরা কুচক্র মহল মিথ্যা মানববন্ধন সংবাদের কর্মসূচির কয়েকটি অনলাইন পিন্ট পত্রিকার যায়যায়দিন, উত্তরাধিকার ৭১ নিউজ, গ্রামনগর বার্তা প্রকাশিত প্রতিবাদ জানালেন হারুন অর রশিদ।

বাদী বিবাদীগংয়ের বিরুদ্ধে আদালতে দুটি মামলা করা সূত্র: সি.আর মামলানং- ২০২৪ধারাঃ ১৪৮/১১৪/ ১৩৬/ ৩৬৭/৪৪৮/৪৪৯/৫০৬(ii)/৩০৭/৩২৩ দন্ড বিধি জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী মুন্সীগঞ্জ ও ঢাকা সূত্রঃ সি.আর মামলা নং-২৮৩/ ২২ধারাঃ -৪৬৭/৪৬৮/৪৭১/৪২০/৪০৬/১০৯ চলমান রয়েছে।

এ বিষয়ে পরিচিত বিশিষ্ট শিল্পপতি স্বনামধন্য বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার জাপান হানা- গ্রুপের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, আমি দীর্ঘদিন জাপানে থাকি এবং বাংলাদেশ’কে ভালোবাসি অত- এব জাপান থেকে এপর্যন্ত কালীন জাপানের বড় বড় বেশ কিছু ইনভেস্টর আনতে সক্ষম হয়েছি। সামনে আনার জন্য চলমান হাতে বেশ কয়েকটি মেগা প্রজেক্ট জাপানের জাইকার অর্থয়নে চলমান রয়েছে, বর্তমান সরকারের সহযোগীতা পেলে দেশে আরো অর্থয়নের বড় ভূমিকা থাকবে।

অতএব যে সরকারই আসুক না কেনো জাপানের ইনভেস্টর বাংলাদেশের জন্য খুবই জরুরি অতএব কুচক্র কিছু আমার বিরুদ্ধে যারা মিথ্যা সংবাদ প্রচারে সম্মানহানি বা সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্য মূলক ভাবে তাদের বলতে চাই দেশের ক্ষতি করবেন না।

সামাজিক, পারিবারিক, বংশগত বা ব্যক্তিগত অবস্থানে মানুষ আত্মসম্মান নিয়ে বসবাস করতে চান। কেউ যদি কারও সম্পর্কে কুৎসা রটান, লোকজনের কাছে বাজে মন্তব্য করেন এবং এতে যদি উদ্দিষ্ট ব্যক্তি মনে করেন তাঁর মানহানি হয়েছে তাহলে তিনি আইনি ব্যবস্থা নিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...