• শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

ময়মনসিংহে শীর্ষ সন্ত্রাসী সৌরভ গ্রেফতার

নিজস্ব সংবাদদাতাঃ / ৬০ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও সাবেক প্রতিমন্ত্রী শরিফ আহমেদের ক্যাডার তানভীর তাহের সৌরভ’কে গ্রেফতার করেছে র‌্যাব- ১৪। তাকে আটকের বিষয় টি র‌্যাব-১৪ গনমাধ্যম’কে নিশ্চিত করেন। পরবর্তীতে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেন। থানার সামনে অধিক লোকজনের ভিড় থাকায় নিরাপত্তার স্বার্থে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সৌরভ’কে।

পুলিশ বলেন, শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত শাওন, তার ভাই মাসুদ পারভেজ ও রকির ঘনিষ্ঠজন ছিলেন সৌরভ। তার বিরুদ্ধে নগরীতে সন্ত্রাসী ও চাঁদাবাজির একাধিক অভিযোগ থাকায় তাকে গ্রেফতারের অভিযানের নামে আইন শৃঙ্খলা বাহিনী। তানভীর তাহের সৌরভ হলো পেশাদার একজন কিলার ও শীর্ষ সন্ত্রাসী। ময়মনসিংহ নগরী ও ফুলপুর তারাকান্দায় সাবেক প্রতি মন্ত্রী শরীফ আহমেদের সাথে থেকে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, অস্ত্র, চাঁদাবাজি, চোরাচালান, ছিনতাই ডাকাতি ও মাদক কারবারি হিসাবে নগরীতে পরিচিতি আছে। ডিবি হাজতখানা থেকে ছাড়িয়ে নিতে বিএনপি কয়েক জন নেতা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানাগেছে। কোতোয়ালি থানা পুলিশের ওসি সফিকুল ইসলাম জানান,
তানভীর তাহের সৌরভ একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হত্যাসহ ৭ টি মামলা রয়েছে।

কোতোয়ালী থানার মামলা নং- ২৯ তারিখ ১৮/০৯/২৪, ধারা ৩০২/১০৯/৩৪। মামলা নং ৯৭, তারিখ: ২৫ মে ২০১৮, ধারা- ৩৮৫। মামলা নং- ৪২ তারিখ : ১৫ অক্টোবর – ২০১৩, মামলা নং- ৩- ৭ নভেম্বর – ২০১৩, মামলা নং- ৯৫, ২২ জানুয়ারি – ২০২২, মামলা নং সি আর ২৫৬৭/২৩।
মামলা নং ৮৮, ২৫ নভেম্বর – ২০২০।

মামলা নং ৫৫০ তারিখ: ৮ ই মার্চ, ২০২১। ময়মনসিংহ নগরীরতে আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময় সৌরভ জমিদখল, চাঁদাবাজি ও হুমকি সহ তার বিরুদ্ধে ২২ টি মত জিডি রয়েছে। এছাড়াও ভালুকা, ত্রিশাল ও ফুলপুর থানায় বিভিন্ন অপরাধে ৯ টি অভিযোগ রয়েছে বলে জানিয়েছি পুলিশ। এত অভিযোগ থাকার পরেও গ্রেফতারের পর অসুস্থতার নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হন। এখানে সেখানে বিভিন্ন নাটক তৈরি করে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। ভিডিওতে বলতে দেখা যায়, তাকে পুলিশ নির্যাতন করেছে। কিন্তু সৌরভের ঘনিষ্ঠজনরা হাসপাতালে গিয়ে দেখেন সুস্থ আছেন।

হাসপাতালে গণমাধ্যম কর্মী’রা গেলে তাদের উদ্দেশ্যে সৌরভ বলেন, আপনারা রিপোর্ট করুন। সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তরে সৌরভ বলেন, আমাকে আটক করছে ত্রিশাল থেকে। আমাকে অনেক নির্যাতন করেছে। কে করেছে জানতে চাইলে, সৌরভ তিনি বলেন, আমি জানিনা।

সাংবাদিক’রা প্রশ্ন করেন, কোথায় আপনাকে নির্যাতন করেছেন, সৌরভ বলেন দেখানো যাবে না। গোপন জায়গায়। হাসপাতালে চিকিৎসক জানান, তিনি ভর্তি হওয়ার পর থেকেই সুস্থ দেখতে পাচ্ছি। তার প্রচুর লোকজন আসতে শুরু করেছে। আমাদের চিকিৎসার কাজে বিঘ্ন ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...