রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। যায়যায়দিনের ১৯ বছরে পদার্পণ উপলক্ষে ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান নিজে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এ বর্ষপূর্তির অনুষ্ঠান উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে পৌর এলাকার রংধনু হাসপাতালের হলরুমে এ বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়। এ সময় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক এবং ফ্রেন্ডস ফোরামের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। যায়যায়দিনের ফুলপুর প্রতিনিধি সাংবাদিক শাহ্ নাফিউল্লাহ সৈকতের সভাপতিত্বে রংধনু হাসপাতালের হলরুমে বর্ষপূর্তি অনুষ্ঠানে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান কামু, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, সংবাদ’র সিনিয়র সাংবাদিক মো. নুরুল আমিন, বাংলাদেশ সমাচার’র সিনিয়র স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম, কালের কন্ঠ’র সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা খান, সিএইচসিপি আবু তারিক, মিজানুর রহমান, মেহেদী হাসান সজল, ইকবাল মাসুদ, শরীফুল আলম, উপজেলা যুব ফোরামের সভাপতি হাসিবুল ইসলাম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম উপজেলা শাখার আহবায়ক মাহমুদুল হাসান রাব্বি, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম হৃদয়, আশিকুর রহমান পলাশ প্রমুখ।
অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আর্তমানবতার সেবায় সব সময় এগিয়ে এসেছি। আজকে এই যায়যায়দিনের বর্ষপূর্তি অনুষ্ঠানে রক্তদান কর্মসূচির মাধ্যমে আমিসহ সকলের ব্লাড ডোনেশনের মাধ্যমে গরিব ও অসহায় রোগীরা উপকৃত হবে। যায়যায়দিনের ১৯ বছরে পদার্পণে এ মহতি উদ্যোগে দেশ ও জাতি উপকৃত হবে। বর্ষপূর্তিতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাই যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামসহ সকলকে।