• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

রাজধানীতে র‌্যাবের বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোল জোরদার কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: / ৩১ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ঢাকা, কেরণীগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী সহ বিভিন্ন এলাকায় আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ -এর বিশেষ চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার করা হয়েছে। সোমবার রাতে র‌্যাব- ১০ -এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত জুলাই হতে দেশব্যাপী কোটাবিরোধী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর ওই আন্দোলনে ছাত্র- ছাত্রী, শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্থবির হয়ে পড়ে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে হত্যাকাণ্ড, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ বেড়ে যায়।

এছাড়াও সাম্প্রতিক সময়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে যে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন থানায় একাধিক জিডি ও মামলা রুজু হয়েছে।

গত কয়েক মাসে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা গত ১৯ ডিসেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংক ডাকাতি। এই ঘটনার পর এলাকা জুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা আরো বেড়ে যায়। এছাড়াও রাজধানীর যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, মুন্সিগঞ্জের শ্রীনগর, ফরিদপুর ও রাজবাড়ী জেলার বেশ কিছু জায়গায় সম্প্রতি ছিনতাই এবং ছিনতাই পরবর্তী হত্যাকাণ্ডের মতো ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

এরই প্রেক্ষিতে ছাত্র- জনতার এই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সার্বিক আইন- শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে র‌্যাব-১০ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ, কেরাণীগঞ্জ মডেল, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, ওয়ারী, ডেমরা, শ্যামপুর, কদমতলী, সূত্রাপুর, কোতায়ালি, লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল, নবাবগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে বিশেষ চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোল কার্যক্রম শুরু করেছে।

র‌্যাব-১০ চলমান নিরাপত্তা ব্যবস্থাসহ রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকা ও র‌্যাব-১০ এর আওতাধীন অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নিয়মিত টহল মোতায়েন কার্যক্রম পরিচালনা করছে। একইসাথে আশপাশের অন্যান্য জেলা যেমন মুন্সিগঞ্জ, রাজবাড়ী এবং ফরিদপুরে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল কার্যক্রমের পাশাপাশি র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য র‌্যাব-১০- এর বিশেষ টিম কাজ করছে। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বিশেষ টহল কার্যক্রম চলমান থাকবে।

র‌্যাব আরো জানায়, সাধারণ মানুষ র‌্যাব-১০ -এর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা আশা করছেন, এই রোবাস্ট পেট্রোল কার্যক্রমের মাধ্যমে চুরি, ছিনতাই, ডাকাতি এবং হত্যাকাণ্ডে মতো অপরাধ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। সর্বোপরি সাধারণ মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত, দেশের আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ছিনতাইকারী রোধকল্পে র‌্যাব-১০ – এর দায়িত্বপূর্ণ এলাকায় টহল দল ও গোয়েন্দা সদস্য’রা সদা- সর্বদা সচেষ্ট রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...