টাঙ্গাইল প্রতিনিধি :ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানীর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাকু, দেশীয় অস্ত্র, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গতকাল রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা সাভারের গেণ্ডা এলাকা থেকে থেকে এই তিন জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,মানিকগঞ্জের শহিদুল ইসলাম মুহিত, শরিয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ। তারা সবাই আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, ডাকাতী ও শ্লীলতাহানি ঘটনায় গতকাল মামলা হওয়ার পরেই আমাদের টিম মাঠে কাজ করছে। গতকাল রাতে আমাদের একটি টিম সাভারে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, ডাকাতির সময় নারীদের সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে তবে ধর্ষনের কোনো ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর গাবতলি থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে নেয় যাত্রীবেশে থাকা ডাকাতদল। লুটপাটের পাশাপাশি দুই নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠে ডাকাতদের বিরুদ্ধে। এই ঘটনায় তিনদিন পর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ওমর আলী। অজ্ঞাতনামা ৮-৯ জন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।