মোঃ আতাউর রহমানঃ রাজশাহী নগরীর কাদিরগঞ্জ অর্থাৎ নগর ভবন এলাকায় ট্রেনের ধাক্কায় পিকআপের ৩ যাত্রীসহ ৫ জন আহত হয়েছেন। রোববার দুপুর দেড়টায় এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ওই লাইন দিয়ে আসা একটি ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে গেলে তারা আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন, নওগাঁর বদলগাছি উপজেলার সহিদুর রহমানের ছেলে বাবর আলী (৩২), মশিউর রহমানের ছেলে সহিদুর রহমান (৪০), আশরাফ আলীর ছেলে সৈয়দ আলী (৪০), চাঁপাইনবাবগঞ্জ সদরের মো. নুরনবীর ছেলে শামিম হোসেন (৩০) ও আব্দুন নুর (৪৫)।
স্থানীয়রা জানান, রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী দ্রুত গতির ট্রেন কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদ এলাকা দিয়ে পার হচ্ছিলো। এই সময় রেল ক্রসিং দিয়ে উপশহরের দিকে সবুজ রংয়ের একটি পিকআপ গাড়ী যাচ্ছিলো।
এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং দোকানের অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়। এত পিক আপের ড্রাইভার, হেলপার ছাড়াও পিকআপের তিন যাত্রী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়’রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা জানান, এই গেটে রেলওয়ের পক্ষ থেকে কোনো গেটম্যান নিয়োগ নেই। নিজ উদ্যোগে আমরা বাঁশ দিয়ে গেট ফেলার চেষ্টা করি। ট্রেন আসার বিষয়টি জানতে পারলে তাৎক্ষণিক গেট ফেলা হয় নইলে গেটটি অরক্ষিত থাকে। রোববার ট্রেনটি পার হওয়ার আগে কোনো হুইসেল দেননি। যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে গেছে। এলাকাবাসী দ্রুত এই দুর্ঘটনা রোধে গেটম্যান নিয়োগের দাবি জানান।
রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান বলেন, আয়াত নামের একটি ট্রেন রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর যাচ্ছিল। এসময় কাদিরগঞ্জ এলাকায় রেলক্রসিংয়ে একটি পিকআপ ট্রেনের সামনে চলে আসে। এতে ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং চালক-সহকারী ও যাত্রীসহ ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপটি সরিয়ে নেওয়ায় ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।