• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

রেললাইনে বোমা বিস্ফোরণের সময় আটক ৩

সংবাদদাতা / ১০৯ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে রেললাইন লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টার সময় ৩ নাশকতাকারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন- জয়নাল, হাবিবুর রহমান ও হাসান। আটকদের বিস্তারিত পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে এসআই মোখলেসুর রহমান জানান, আমরা সকাল থেকে রেলওয়েজুড়ে কড়া নিরাপত্তা দিচ্ছিলাম। এর মধ্যে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে ৩ নাশকতাকারী হাতবোমা বিস্ফোরণে ঘটানোর চেষ্টা করছিল। আমরা তাদের হাতেনাতে আটক করেছি। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...