• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

র‌্যাব-১০ এর বিশেষ অভিযানে সাজাপাপ্ত ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

সংবাদদাতা / ১৩৯ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ২১ মে, ২০২৩

বনি আমিন, কেরানীগঞ্জ থেকেঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, সবুজবাগ ও মোহাম্মদপুর এলাকা হতে সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ইকবাল মাহমুদ, মনির হোসেন ও ফরহাদ মোল্লা’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। অদ্য ২১ মে ২০২৩ইং  তারিখ রোজ রোববার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন  হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক ০৬ মাসের কারাদন্ডে দন্ডিত সাজা, ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ইকবাল মাহমুদ (৪১), পিতাঃ- মোঃ মোসলেম বেপারী, সাং- বাবু বাজার, থানাঃ- বংশাল, জেলাঃ- ঢাকা’কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন ও নগদ- ২১০০/-(দুই হাজার একশত টাকা) উদ্ধার করা হয়। এছাড়া গতকাল ২০ মে ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি অপর আভিযানিক দল রাজধানী ঢাকার সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক প্রতারণা মামলা ০২ বছরের কারাদন্ডে দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত ও ০৩টি মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ মনির হোসেন মৃধা (৫৯), পিতাঃ- মোঃ সৈয়দ হোসেন মৃধা, স্থায়ী সাং- খন্দকার কান্দি মৃধাবাড়ী, থানাঃ- মতলব উত্তর, জেলাঃ- চাঁদপুর’কে গ্রেফতার করে।

এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক ০১ মাসের কারাদন্ড ও ৯২০০০/ টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ফরহাদ মোল্লা (৪১)’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...