সামাদ হাওলাদার, স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে।১০ এপ্রিল ২০২৩ইং তারিখ ইউএনও মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মাওয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার রুহুল আমিন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নিশীথ কুমার কর্মকার, পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসাইন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং প্রেস ক্লাবের মিজানুর রহমান ঝিলু প্রমুখ বক্তব্য রাখেন।বক্তারা সভায় জাটকা নিধন প্রতিরোধ, প্রশাসনের অনুমতি ছাড়া শ্রেণি পরিবর্তন করে পুকুর কিংবা জমি না কাটা, পদ্মা নদী থেকে অবাধে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে ব্যবস্থা গ্রহণ, বেকু দিয়ে মাটি কাটার জন্য অনুমতি প্রয়োজন বলে জানিয়েছেন ইউনো মহোদয় আব্দুল আউয়াল
মাহিন্দ্রা চলমান অবস্থান বর্তমান রমজানের কারণে মাহিন্দ্রা স্টাফদের বেতনের সমস্যা হওয়ায় ঈদ পর্যন্ত মাহিন্দ্রা চলমান থাকবে বলে জানিয়েছেন ইউনো মহোদয়, আব্দুল আউয়াল, তবে ঈদের পরে মাহিন্দ্রা সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছেন, তবে সরকারি খাল খননের কারণে যে মাটি গুলি উপরে উঠে আসবে সেই মাটি গুলি সরিয়ে নেওয়ার জন্য কিছু মাহিন্দ্রা অনুমতি দেওয়া হবে সেগুলো শুধু, স্কুল, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, ভরাট কাজের জন্য শুধু ব্যবহার হবে। শিমুলিয়া ঘাটে জুয়াখেলা বন্ধসহ নানা বিষয়ে বক্তব্য রাখেন।