• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

লৌহজংয়ে আওয়ামী লীগের কেয়ার- টেকারের উপর হামলা, আহত ১

সিনিয়র রিপোর্টারঃ / ১২৬ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ মে, ২০২৩

সিনিয়র রিপোর্টারঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে দক্ষিণ হলদিয়া ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের কেয়ারটেকারের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কেয়ারটেকার আলী হোসেন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। (১৪ মে ২০২৩ইং) রবিবার দুপুর ২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রবিবার রাত ১০টার দিকে লৌহজং থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আহত আলী হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মেদিনী মন্ডল গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মামুন (২০) ও দক্ষিণ হলদিয়া গ্রামের শাহিন বেপারীর কন্যা সুরভী আক্তার শিল্পী (৩২) নামক দুই ব্যক্তি চলতি বছরের ৪ এপ্রিল দক্ষিণ হলদিয়া ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে মারধর করেন। এ ঘটনায় আলী হোসেন থানায় অভিযোগ দায়ের করেন।

সে ক্ষোভে (১৪ মে) রবিবার দুপুরে কার্যালয় সংলগ্ন সড়কে একা পেয়ে কাঠের ডাঁসা দিয়ে হত্যার উদ্দেশ্য মাথায় আঘাত করে। এরপর এলোপাতাড়ি মারধর করলে বাম হাতে জখম হয়। ঘটনায় ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসে তৎপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ভোক্তভুগী আলী হোসেন জানান, মামুন ও সুরভী আক্তার শিল্পী আমাকে মেরেই ফেলতো। আমি একা ছিলাম তখন। আমার ডাক চিৎকারে আশেপাশে থাকা মানুষ আসায় আমি প্রাণে বেঁচে যাই। ওরা আবার পেলে আমাকে মেরে ফেলবে। এ নিয়ে দুইদিন আমাকে মারধর করলো। এখনও কোন বিচার পেলাম না। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুস্থ বিচার চাই।

দক্ষিণ হলদিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম দেওয়ান জানান, আলী হোসেন আমাদের ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ের কেয়ারটেকার। দীর্ঘদিন যাবত বেতন দিয়ে আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোজার মধ্যে তারাবির নামাজের জন্য রাত ৮টার দিকে কার্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর প্রতিদিনের ন্যায় ৪ এপ্রিল ৮টার দিকে কার্যালয় বন্ধ করার সময় মামুন বাঁধা দেয়। এর প্রতিবাদ করলে মামুন ও সুরভী আক্তার শিল্পী আলীকে মারধর করে।

এ ঘটনায় আলী লৌহজং থানায় অভিযোগ দায়ের করলে এর দেড় মাস পরে আলীকে একা পেয়ে আবারও মারধর করে গুরুতর আহত করে। লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...