তারিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের সঙ্গে ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে ৮ জন। এই ঘটনায় ৩৩ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গ্রামের ডহরী খালে এ দূর্ঘটনাটি ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মতিন।
তিনি জানান, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের বিভিন্ন মানুষ পদ্মা নদীতে ঘুরতে গেয়েছিলেন। পদ্মা নদী থেকে ঘুরা শেষ করে রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফেরার পথে বাল্কহেডের সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় লোক ফায়ার সার্ভিস কে খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে ৫ জনের মরদেহ উদ্ধার করি। এখন ও ৮ জন নিখোঁজ রয়েছে। তিনি আরও জানান, ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমাদের ডুবরী টিম চলে আসছে। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।