শেখ মোঃ সোহেল রানাঃ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে সকাল থেকে শুরু বিকাল পর্যন্ত উপজেলা হলদিয়া মৌছামান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোবারক হোসেন (মকবুল) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বি.এম শোয়েব সি আই.পি। আরো উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মোজাম্মেল হক।
যৌথ সঞ্চালনায় ছিলেন মোঃ রফিকুল ইসলাম ইসলাম, মোঃ শফিকুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগিতা এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্কুলের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ ও মৌছামান্দ্রা গ্রামের সর্বস্তরের জনগণ। এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ- উদ্দীপনার সঙ্গে উদযাপন হয়েছে। বিদ্যালয়ের বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দর ভাবে।প্রতিযোগীদের কুচকাওয়াজ, তোপধ্বনি, পায়রা ওড়ানো ইত্যাদি আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পাদিত হয়েছে।
খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদন মূলকঅনুষ্ঠান দর্শকদের আনন্দ দিয়েছে।এবারের প্রতিযোগিতার বিষয় ছিল খুবেই বৈচিত্র্যপূর্ণ। ২৫ টির ও বেশি বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিষয় গুলোর মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন ধরনের দৌড়, যেমন ১০০ মিটার দৌড় ৮০ মিটার দৌড়, লং জাম, হাই জাম, চায়ের চামিচের উপরে মার্বেল রেখে ভেলেন্স করা, বস্তা বন্দী দৌড়, হাতি ওরে পাখি ওরে খেলা, মোরোগের লড়াই। আগত অতিথিদের জন্য আকর্ষণীয় খেলার ব্যবস্থা করা হয় আগত মহিলা অতিথিদের জন্য বালিস খেলা ও আগত পুরুষ অতিথিদের জন্য রিংয়ে বল খেলা দেওয়া হয়।প্রতিবছরের মতো এবারেও খেলার রেফারির দায়িত্ব পালন করেন ইফতেখার হায়াত খান (ইতি) এবং সন্ধায় আতশবাজির মাধ্যমে সমাপ্ত হয় অনুষ্ঠান।