শেখ মোঃ সোহেল রানা: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা উপজেলাকে ‘ভূমিহীন-গৃহহীন মুক্ত’ ঘোষণা করা হবে আগামীকাল। ১১ জুন সকালে উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এর মধ্য উপজেলায় নতুন করে ৯(নয়) জন’কে ভূমি ও গৃহ দেয়া হয়েছে। সর্বমোট ১শত ৭৮ (আটাত্তর) টি পরিবারের মধ্যে ভূমি ও গৃহ দেওয়ার মাধ্যমে উপজেলা’কে টিকে গৃহহীন ঘোষণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
তথ্য জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার (৮ জুন) থেকে সারা দেশে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ শুরু হবে। ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই সেবা সপ্তাহ চলবে শুক্রবার (১৪ জুন) পর্যন্ত। এ সিদ্ধান্তের আলোকে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা ভূমি অফিসে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি চলছে। এসব ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করে সাধারণ মানুষকে ভূমিসেবা দেওয়া হচ্ছে।
শনিবার উপজেলা ভূমি অফিস চত্বরে জনসচেতনতা মূলক সভার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। এতে স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ গুলো, নাগরিক তথা সেবা গ্রহীতার প্রাপ্তি গুলো, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।ভূমি অফিসের সেবা কর্মসূচিতে সেবা প্রত্যাশীদের পুরস্কার স্বরূপ দেওয়া হবে বিভিন্ন ফল গাছের চারা।