• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

লৌহজংয়ে ভেঙে ফেলা দেয়ালের সমাধান উভয়ের সম্মতি

লৌহজং প্রতিনিধিঃ / ১১ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

লৌহজং প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা বেজগাঁও ইউনিয়ন ২ নং ওয়াডে বাবুর বাড়ি এলাকায় হৃদয় বেপার ও বিদ্যুৎ খান এর বাড়ি দেওয়ান ভাঙা দ্বদ্বে তিন দিন সার্ভেয়ার (আমিন) পরিমাণ করার পরে দেয়ালের ভীতরে ৩ ফিট পেলো হৃদয় বেপারি। উভয় পক্ষের সার্ভেয়ার (আমিন) বিষয় টি মেনে নিয়েছে।

গত সোমবার বিকালে উভয় পক্ষের সার্ভেয়ার (আমিন) সম্মতিতে ক্রমে সীমানা নির্ধারণ করা হয়। এতে হৃদয় বেপারি বিদ্যুৎ খান অংশে দেয়াল ভীতরে ৩ ফিট পেয়ে যায়।

আরো জানা যায়, গত আগষ্ট মাসে মিথ্যা অভিযোগে প্রবাসী হৃদয় বেপারি দেয়াল ভাঙা হয়। চারটি পরিবারের অভিযোগ ছিল বাড়িতে প্রবেশ রাস্তায় দেওয়াল করা হয়েছে। তবে প্রবাসী হৃদয় বেপারী পরিবারের লোকজন বিষয় টি লৌহজং থানায় অভিযোগ করেন।

এ নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্বে পর উভয় পক্ষের সার্ভেয়ার (আমিন) জায়গা পরিমাপের জন্য তিন দিন সময় নেয়।

এরপরে উভয় পক্ষের চার সার্ভেয়ার (আমিন) সম্মতিতে ক্রমে সীমানা প্রাচীর ভীতরে যে অংশে নিয়ে দ্বন্দ্ব ছিল তার ভিতরের অংশে ৩ ফিট পান হৃদয় বেপারী আরো জানা যায় দেয়াল থেকে পূর্ব পাশে ৬ ফিট দক্ষিনে পশ্চিম পাশে ২৮ ফিট তিনি পেয়ে যান। হৃদয় এর পক্ষে সার্ভেয়ার (আমিন) ছিলেন দু’জন সিরাজুল ইসলাম কাজী, মোঃ শফিকুল ইসলাম।

তবে বিদ্যুৎ খানের সার্ভেয়ার (আমিন) হিসাবে উপস্থিত ছিলেন সোহাগ, আল আমিন (ডেটল) আবদুল আজিজ, রাসেল ও শান্ত পরে চূড়ান্ত সীমানা এই নির্ধারণ দিন কিছু সার্ভেয়ার (আমিন) অনুপস্থিত হয়ে দুজন হয়। উভয় পক্ষের সার্ভেয়ার (আমিন) ২০১৮ সালে জমির সার্ভেয়ার পরিমাণে বহল হয় করে দেয়।

এসময় উপস্থিত ছিলেন বেজগাঁও ইউনিয়ন পরিষদ সাধারণ সদস্য মোঃ ইসমাইল হোসেন মোল্লা, সাবেক মেম্বার মোঃ হাচান খান, মোঃ মন্টু শেখ সহ স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে বিদ্যুৎ খান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি আমার প্রতিপক্ষের সাথে বিষয়টি নিয়ে মীমাংসিত হয়েছি। আমার বাড়িতে প্রবেশ রাস্তা পেয়ে গেছি। স্থানীয় গণ্যমান্য যারা ছিলেন সকলের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...