• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

লৌহজংয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

সংবাদদাতা / ১২৪ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

মোঃ বাদলঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুলকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৮ ই জুলাই মঙ্গলবার দুপুরে লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদারের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম,বিশিষ্ট সাংবাদিক অলক কুমার মিত্র, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ, কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল পোদ্দার।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুব-উল-আলম বাহার, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো.মাসুদ খাঁন, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মো.মিজানুর রহমান ঝিলু, বেজগাও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা, বৌলতলী ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মালেক শিকদার, গাঁওদিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির, কনকসার ইউপি চেয়ারম্যান মো. বিদ্যুৎ আলম মোড়ল প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...