শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম হাওলাদারের বাড়িতে বোমা ফোটার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে ইউনিয়নের কাশিপুর নিজ বাড়িতে তিনটি বোমা বিষ্ফোরণের শব্দ পান এলাকাবাসী। তবে চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন। স্থানীয় সুত্রে জানায়, বৃহস্পতিবার বিকলে হঠাৎ পরপর তিনটি বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। তখন আশপাশের লোকজন ছুটে গিয়ে দেখতে পান, বাড়িতে ধুয়া উড়ছে। তবে অনেকেই অভিযোগ করেন, ঘটনার পর কোন লোকজনকে বাড়িতে ঢুকতে দেননি চেয়ারম্যান সালাম হাওলাদার। এতে অনেকের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানান, কয়েকদিন পরপর চিতলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদারের সমর্থকদের সঙ্গে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের সমর্থকদের সংর্ঘষ বাঁধে। তাই ধারণা করছে, প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জন্যই এসব বোমা রাখতে পারে। এ ব্যাপারে চিতলিয়া ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম হাওলাদার বলেন, এটা গুজব। এমন কোনো ঘটনা ঘটে নাই। আপনারা দেখেন। আমার সুনাম নষ্টের জন্য একটি কুচক্রীমহল গুজব সৃষ্টি করছে। এ ব্যাপারে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়চি খতিয়ে দেখছি।