শাল্লা, (সুনামগঞ্জ) প্রতিনিধি: শাল্লায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৫ আগস্ট সকাল ৯ টায় উপজেলা পরিষদের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, শাল্লা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ,শাল্লা উপজেলা প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্চ্ছোসেবক লীগ, কৃষক লীগ, যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সকাল ১০ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে গণ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাশ, আরও বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাস, ৪ নং শাল্লা ইইউনিয়নের চেয়ারম্যান মো: ছত্তার মিয়া,বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার।বক্তারা বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৃতিচারণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা তুলে ধরেন।
সকাল ১১:৩০ মিনিটে উপজেলার গণ মিলনায়তনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যেগে শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব অলিউল হকের সভাপতিত্বে ও স্চ্ছোসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালণায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ, যুবলীগ, স্চ্ছোসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ গণ। দুপুর ১২ টায় মুক্তিযোদ্ধা ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু তালেব, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা গণ।
বিকেল ২ টার সময় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রেসক্লাব। শোক সভায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলার প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন,সহ সভাপতি উপানন্দ দাস,সাধারণ সম্পাদক দিলুয়ার হোসেন,অর্থ সম্পাদক কাজী বদরুজামান ও সাধারণ সদস্য প্রীতম দাস সহ অন্যান্য গণমাধ্যম কর্মী।